
নতুন বছর শুরু হলো কোদাইকানাল দিয়ে। আমরা আছি Carlton এ। এতো সুন্দর ঘরে আমি এর আগে কোনোদিন থাকিনি। ভাগ্যিস আমরা Train এ এসেছিলাম্, তুতিকোরিন্ এxপ্রেস দেন্ডিগাল পর্যন্ত। না হলে বাসে পুরোটা এলে বেশ কশ্ট হত। মধু বেশ খুশি। আমরা একটু আগে লেকের ধার থেকে ঘুরে এলাম। লেকটা হোটেলের একদম পাশে। Cycle ভাড়া পাওয়া যায়। আমি cycling করবো। এই ঘরের Number 324 । কোনোদিন সময় আর সামর্থ্য হলে এখানে আসবো।
No comments:
Post a Comment