Thursday, March 02, 2006

অন্ধের মতো

আমার মনে আছে

আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম



আমার মনে আছে

আমাদের বাড়ির পাশে একটা কদম ফুলের গাছ ছিল



আমার মনে আছে

নদি গাছ বেন্চ্



আমার মনে আছে

রবিবারের্ সকাল আর মন্গল বারের বিকাল



আমার মনে আছে

তুমি হলুদ জামা পরে

কাঁধে একটা ব্যাগ নিযে

একটা unfit jeans পরে

বেন্চের উপড় বসে মুড়ি আর তেলেভাজা খাচ্ছো



আমার মনে আছে

তুমি যেদিন প্রথম শাড়ি পড়েছিলে



আমার মনে আছে

সেই বেকারিটার কথা

যেখানে আমরা পিজ্জা খেতে গিযেছিলাম



আমার মনে আছে

আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম

1 comment:

Anonymous said...

ekta somoye thake jakhan manus andher moto kichhu kaj kare,bhabe, bhalobase....kichhudin pare manus realistic hoye jaye...anek besi money oriented hoye haye...career niye chinta kare...mucgge jay parono katha...pratham prem...pratham bhalobasa...ami i ki arr serakam achhi...tomar katha ar ki bhabi sebhabe??????????